ভোটের জন্য জঙ্গলমহল থেকে ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নিল নির্বাচন কমিশন।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের জন্য জঙ্গলমহলের চার জেলা-সহ বীরভূম থেকে সরল কেন্দ্রীয় বাহিনী। এই জেলাগুলি থেকে মোট ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তুলে আপাতত উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী ডিউটিতে পাঠাল নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য সরকার বাহিনী তোলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে স্পেশ্যাল ট্রেনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জঙ্গলমহলের ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত পয়লা এপ্রিল'ই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর থেকে যথাক্রমে এক এক করে মোট দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারে গিয়েছে। প্রথম দফায় ১১ এপ্রিল এই রাজ্যের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট রয়েছে।
দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ভোট রয়েছে জলাপাইগুড়িতে। জঙ্গলমহলে মাওদমনে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীও আচমকা ভোট ডিউটিতে চলে যাওয়ায়, একদা মাও অধ্যুষিত জঙ্গলমহল কার্যত অরক্ষিত হয়ে পড়ল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে স্পেশ্যাল ট্রেনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জঙ্গলমহলের ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত পয়লা এপ্রিল'ই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর থেকে যথাক্রমে এক এক করে মোট দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারে গিয়েছে। প্রথম দফায় ১১ এপ্রিল এই রাজ্যের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট রয়েছে।

No comments