Header Ads

এক নজরে দেখে নিন বিরাটের নেতৃত্বে কারা যাচ্ছেন ইংল্যান্ডে!

নজরবন্দি ব্যুরো: ২০১৯ বিশ্বকাপের টিকিট যারা পেলেন তাতে চূড়ান্ত সিলমোহর পড়ে গেল আজ। এমএসকে প্রসাদের নির্বাচন কমিটির নেতৃত্বে পাঁচজন নির্বাচকের প্যানেল , অধিনায়ক বিরাট কোহলি , কোচ রবি শাস্ত্রী মিলে বেছে নিলেন ভারতের সেরা ১৫ জনকে।

জল্পনা ছিল কারা কারা থাকতে পারেন দলে। কয়েক জনের নামে যেমন শুরু থেকেই সিলমোহর ছিল, তেমনিই কয়েক জনের দলে জায়গা পাওয়া নিয়ে ছিল বিতর্ক। প্রচুর তর্ক-বিতর্কের জায়গা ছিল। কারণ দুই ওপেনার হবেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান তা প্রায় আগেই ঠিক ছিল। তিন নম্বরেও ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাক আপ ওপেনার হিসেবে নাম ছিল কে এল রাহুলের নাম। ৬ নম্বরে মহেন্দ্র সিং ধোনিকে সরানোর মতো পারফরম্যান্স দেখাতে পারেননি ঋষভ পন্থ। তাই পরিবর্ত উইকেট রক্ষক ও পাঁচ নম্বরে ব্যাট করার জন্য দীনেশ কার্তিকের ওপরেই আস্থা দেখাল টিম ম্যানেজমেন্ট।

এবছরের নির্বাচিত ভারতীয় দলের সদস্যরা হলেন, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দীনেশ কার্তিক, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.