Header Ads

শ্রীলঙ্কায় ফের ১৫ জনের মৃত্যু!

নজরবন্দি ব্যুরো: আবার উত্তপ্ত শ্রীলঙ্কা। নতুন করে ৬ জন শিশু সহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইস্টার ডে তে শ্রীলঙ্কার চার্চে ভয়াবহ হামলায় ২৫০ জনেরও বেশি মৃত্যু হয়।
ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকায় অনেককেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন । এখনও চলছে তল্লাশি অভিযান। মনে করা হচ্ছে, গোটা শ্রীলঙ্কায় এখনও প্রচুর আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তাদের খোঁজে তল্লাশি চালাতে গিয়েই বারেবারে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাবাহিনীকে।

শনিবারই বেশ কিছু জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে শুক্রবার গভীর রাতে কালমুনাইয়ের একটি শহরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তিন জঙ্গি। তাতে ওই তিনজন ছাড়াও মারা যান বাড়িটিতে থাকা তিন মহিলা–সহ ছয় জন শিশু।
এক সূত্রের দাবি, একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশের দিকে আচমকাই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপর পুলিশের সহায়তায় এগিয়ে আসে সেনা। গুলি ও পাল্টা গুলিতে কেঁপে ওঠে শ্রীলঙ্কার ওই এলাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.