Header Ads

রাজ্যের আরও ১০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় লোকসভা নির্বাচন উপলক্ষে আরও দশটি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন বহরমপুর, মুর্শিদাবাদ, রানাঘাট, বনগাঁ, ডায়মন্ড হারবার, হাওড়া, উলুবেড়িয়া, কাঁথি, বাঁকুড়া ও বোলপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে। দেখেনিন এক নজরে।


 বহরমপুরে কৃষ্ণ জোয়ারদার আর্য,
 মুর্শিদাবাদে হুমায়ুন কবীর,
 রানাঘাটে মুকুট মণি অধিকারী,
 বনগাঁয় শান্তনু ঠাকুর,
 ডায়মন্ড হারবারে নীলাঞ্জন রায়,
 হাওড়ায় রন্তিদেব সেনগুপ্ত,
 উলুবেড়িয়ায় জয় বন্দ্যোপাধ্যায়,
 কাঁথিতে দেবাশিস সামন্ত,
 বাঁকুড়ায় সুভাষ সরকার
 বোলপুরে রাম প্রসাদ দাসকে টিকিট দেওয়া হয়েছে।
 সবমিলিয়ে বিজেপি রাজ্যের ৪০টি কেন্দ্রেই প্রার্থী পদ ঘোষণা করে দিল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.