Header Ads

SSC-র অনশনের জট কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে? শুরু বৈঠক

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। কিন্তু  নিয়োগের দাবিতে টানা ২৬ দিন অনশনের মতন প্রতিবাদ কর্মসূচি দেখেনি রাজ্যের মানুষ। SSC চাকরি-প্রার্থীদের টানা অনশনের পর অবশেষে পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর। পরীক্ষার্থীদের অনশনের কারণ জানতে অবিলম্বে শিক্ষা দফতর ও স্কুল শিক্ষা কমিশনের তরফে রিপোর্ট তরল করেছে মুখ্যমন্ত্রীর দফতর।
নবান্ন সূত্রের খবর, রিপোর্ট চেয়ে পাঠানোর মাত্রই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে কমিশনে। শিক্ষা সচিবের কাছে গোটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে এক সূত্রের দাবি।

উল্লেখ্য, নিয়োগের দাবিতে আন্দোলন এই রাজ্যের সমস্ত ‘অনশন’ কর্মসূচিকে ছাপিয়ে গেল। আজ, ২৬ দিনে পড়ল চাকরি-প্রার্থীদের অনশন কর্মসূচি। শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন বার বৈঠকে বসেও মেলেনি সমাধান সূত্র।
ফলে, নিজেদের দাবি দাওয়া নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকদের একাংশ। তাদের দাবি, নিয়োগপত্রের ব্যবস্থা করতে হবে কমিশনকে। এই ২৬ দিন অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন অনশন-কারী। হবু শিক্ষকদের এই আন্দোলন ভাঙতে চলেছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিঙ্গুরে  অনশন কর্মসূচিও।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.