Header Ads

রাজ্যে এবার থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগের ভাবনা!

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক অনেক দিনের। বিশেষ করে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে পরীক্ষার্থীদের। নির্বাচনের মুখেও নিয়োগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে হবু শিক্ষকরা।
এর মাঝে খুশির খবর রাজ্যের হবু শিক্ষকদের কাছে।
শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মের কিছু পরিবর্তন করা থেকে প্রতি বছর এই পরীক্ষা করার মতো পরিকল্পনা নিচ্ছে শিক্ষা দফতর। শুক্রবার সেইরকম ইঙ্গিতই পাওয়া গিয়েছে। এদিন দফতরের একাধিক অফিসারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দফতর সূত্রে খবর, প্রতি বছরই নিয়োগ পরীক্ষা করা যায় কিনা, তার জন্য অফিসাররা আইনি সব দিক খতিয়ে দেখবেন। তাছাড়া নিয়োগের যে আইন আছে, তা কি করে একটু সরল করা যায়, সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। এদিকে, চাকরি-প্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি গড়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চাকরি পরীক্ষা হয়েছে মাত্র দু’বার।
আর যদি শ্রেণী হিসেব করা হয়, তাহলে উচ্চ প্রাথমিকে দু’বার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একবার করে হয়েছে। তবে ফল প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি জটিলতার ফলে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে অনেকটাই সময় লেগে গিয়েছে। এখনও যেমন উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পন্ন হয়নি। ফলে শূন্যপদ ক্রমশ বেড়ে যায়। আর ঠিক সময় নিয়োগ পরীক্ষা না হওয়ার ফলে স্কুলগুলিতেও শিক্ষক সঙ্কট তৈরি হয়। আর তাই আগামী বছর থেকে প্রতি বর্ষেই এই নিয়োগ পরীক্ষা করার ব্যাপারে উদ্যোগী দফতর। বছরে যত শূন্যপদ হবে, তার ভিত্তিতেই পরীক্ষা করার ভাবনা চলছে। এর পাশাপাশি এই পরীক্ষার ধাপ গুলি কমানোর ভাবনাচিন্তা করছে দফতর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.