ঋণের দায়ে আত্মঘাতী আলু চাষী!
নজরবন্দি ব্যুরো: চাষের ক্ষতি হওয়ায় দেনার দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক আলু চাষী। চলতি বছর টানা বৃষ্টির কারণে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, তার উপর বাজার থেকে নেওয়া ঋণের চাপ তো ছিলই।
অবশেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কালনার কয়াগ্রামের মাধব মাঝি নামে ওই ভাগ চাষী। স্থানীও ব্যাঙ্কে ঋণ ও বৌমার সোনার গহনা বন্ধক রেখে ভাগে চার বিঘা জমিতে চাষ করতেন মাধব মাঝি।
এই চার বিঘার মধ্যে আড়াই বিঘার একটু বেশি জমিতে আলুর চাষ করতেন। বৃষ্টিতে জমিতে চাষের সব আলুই নষ্ট হয়ে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় ওই চাষীকে। মাধব মাঝির পরিবার সূত্রে খবর, যে পরিমাণে আলুর ক্ষতি হয়েছে তাতে ঋণ শোধ করা সম্ভব ছিল না তাঁর।
আর তাই রবিবার সন্ধে নাগাদ কীটনাশক খেয়ে নেন মাধব মাঝি। গুরুতর অসুস্থ অবস্থায় কালনা হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় মাধব মাঝি নামে ওই আলু চাষীর।
অবশেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কালনার কয়াগ্রামের মাধব মাঝি নামে ওই ভাগ চাষী। স্থানীও ব্যাঙ্কে ঋণ ও বৌমার সোনার গহনা বন্ধক রেখে ভাগে চার বিঘা জমিতে চাষ করতেন মাধব মাঝি।
এই চার বিঘার মধ্যে আড়াই বিঘার একটু বেশি জমিতে আলুর চাষ করতেন। বৃষ্টিতে জমিতে চাষের সব আলুই নষ্ট হয়ে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় ওই চাষীকে। মাধব মাঝির পরিবার সূত্রে খবর, যে পরিমাণে আলুর ক্ষতি হয়েছে তাতে ঋণ শোধ করা সম্ভব ছিল না তাঁর।
Loading...
কোন মন্তব্য নেই