এবার ওয়েব সিরিজে এস আর কে?
নজরবন্দি ব্যুরোঃ হালফিলে বলিউডে বেশ সমস্যার মুখে রয়েছে শাহরুকের কেরিয়ার। একের পর এক ছবি ফ্লপ করে চলেছে তাঁর, কোনোটাই বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে না! যার জেরে, খবর মোতাবেকে, নতুন ছবি সই করা নিয়েও দ্বিধায় রয়েছেন শাহরুখ!
শাহরুখ নিজে এ বার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন! বিলাল সিদ্দিকিরই একটা বই তিনি বেছে নিয়েছেন এর জন্য, পটভূমিতে থাকছে রাজনৈতিক রহস্যের আমেজ! তবে কোন বই, তা এখনই জানাতে নারাজ শাহরুখের সংস্থা!
শাহরুখ নিজে এ বার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন! বিলাল সিদ্দিকিরই একটা বই তিনি বেছে নিয়েছেন এর জন্য, পটভূমিতে থাকছে রাজনৈতিক রহস্যের আমেজ! তবে কোন বই, তা এখনই জানাতে নারাজ শাহরুখের সংস্থা!
কোন মন্তব্য নেই