শ্রীসন্থের শাস্তি পুনর্বিবেচনা করতে বিবিসিআইকে রায় দিল সুপ্রিম কোর্ট।
নজরবন্দি ব্যুরোঃ কিছুটা সস্থি দিয়ে স্পট ফিক্সিং কাণ্ডে আজীবন নির্বাসিত ক্রিকেটার এস শ্রীসন্থের শাস্তি পুনর্বিবেচনা করতে বিবিসিআইকে রায় দিল সুপ্রিম কোর্ট। এই শাস্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেরলের এই ক্রিকেটার।
বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন শ্রীসন্থ। পাশাপাশি আদালত এটাও জানিয়েছে যে ফৌজদারী যে সমস্ত মামলা চলছিল তাতে এই রায়ের কোনও প্রভাব থাকবে না। সেগুলি নিজের মতো করেই চলবে।

No comments