বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত হল কংগ্রেসের।
নজরবন্দি ব্যুরোঃ জোট ঘোষণার এক মাস পড়ে অবশেষে আসন ভাগাভাগি চূড়ান্ত হল বিহারে। হাইকমান্ড জানিয়ে দিয়েছে বিহারে ১১টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। তবে কাকে কাকে টিকিট দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত রাহুল গান্ধীই নেবেন বলে জানিয়েছেন বিহার কংগ্রেসের প্রধান।গত লোকসভা ভোটে বিহারে ১২টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস।
এবার আরজেটি ২০ টি আসনের দাবি জানিয়েছিল।তেজস্বী যাদব আগেই জানিয়েছিলেন, বিহারের আসন ভাগাভাগি নিয়ে জোটের মধ্যে কোনও বিরোধ নেই। বিহারের কংগ্রেস নেতা রঞ্জিত রঞ্জন জানিয়েছেন, ১৭ মার্চ বিহারে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
কোন মন্তব্য নেই