Header Ads

সোনা বিতর্কে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ঠিক মুখে সোনা কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবার তত্‍পর হল নির্বাচন কমিশন। ১৫ মার্চ রাতে দমদম বিমানবন্দরে অভিবাসন চত্বরে ঠিক কি হয়েছিল তার রিপোর্ট চাইল  মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনা নিয়ে ধরা পড়েছেন, গত কয়েক দিন ধরে এমন খবরে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি।
কিন্তু রবিবার থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ওই দিন রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলনে ওই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপের মতন অভিযোগ তোলেন বঙ্গ বিজেপি।

এর পরে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সাংসদ অভিষেক।  অভিষেক বলেন,এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিজেপি ও সিপিআই(এম) এর চক্রান্ত। তাঁর চ্যালেঞ্জ, সত্যিই তাঁর স্ত্রীর কাছে নিষিদ্ধ কিছু থাকলে সেই ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ করুক বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিষেকের অভিযোগ, নিষিদ্ধ কিছু থাকলে কেন তখনই তাঁর স্ত্রীকে আটক করে জিনিসগুলি বাজেয়াপ্ত করল না শুল্ক দফতর।
স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান এই সাংসদ।
এই প্রসঙ্গে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে তৃণমূল সরকার। ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল দু'পক্ষই। সেই কারণেই এ বার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.