নদীপথে প্রচারে প্রিয়াঙ্কা!
নজরবন্দি ব্যুরো: সম্প্রতি প্রত্যক্ষ রাজনীতিতে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর এর পরেই লখনউতে রোড শোয়ে ঝড় তুলেছিলেন ফেব্রুয়ারি মাসে। এক মাস পর সেই প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাই সড়ক ছেড়ে নামতে চলেছেন জলপথে।
জানা গিয়েছে, ১৮ মার্চ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রিয়াঙ্কা শুরু করছেন লোকসভা ভোটের প্রচার। প্রয়াগরাজ থেকে মোটরবোটে চেপে কংগ্রেস নেত্রী পাড়ি দেবেন বারাণসী। জলপথে প্রিয়াঙ্কা সফর করবেন ১১০ থেকে ১১২ কিলোমিটার পথ।
ছুঁয়ে যাবেন ভাদোহি, মির্জাপুরের মতো এলাকা। দেখা করবেন সেখানকার স্থানীয়দের সঙ্গে। শুনবেন তাঁদের সমস্যার কথা। আর একইসঙ্গে সারবেন লোকসভা নির্বাচনের প্রচারও। স্বাভাবিকভাবেই তাই প্রিয়াঙ্কার এই অভিনব প্রচার ঘিরে কংগ্রেস কর্মী-সদস্যদের মধ্যে উত্সাহ তুঙ্গে।
জানা গিয়েছে, ১৮ মার্চ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রিয়াঙ্কা শুরু করছেন লোকসভা ভোটের প্রচার। প্রয়াগরাজ থেকে মোটরবোটে চেপে কংগ্রেস নেত্রী পাড়ি দেবেন বারাণসী। জলপথে প্রিয়াঙ্কা সফর করবেন ১১০ থেকে ১১২ কিলোমিটার পথ।

No comments