পাকিস্তানে ভারতীয় সিনেমা দেখানো বন্ধের ফলে সে দেশের বিনোদন ব্যবসা মরতে বসেছে।
নজরবন্দি ব্যুরোঃ বলিউডি ছবির জনপ্রিয়তা পাকিস্তানে প্রবল। বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে সংঘাত ও কূটনৈতিক গরম হাওয়ার কারণে এই ছবি প্রদর্শনে বাধা পড়ে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ও ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুর জেরে তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তার জেরে পাকিস্তানে আপাতত বন্ধ ভারতীয় সিনেমার প্রদর্শন। এতে হতাশও হয়েছেন বহু দর্শক।
সিনেমাপ্রেমী আলি শিওয়ারি জানিয়েছেনস শাহরুখ, আমির, সলমনের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। এতটাই অভিভূত তিনি যে পড়াশোনার বিষয়ও বেছেছেন সিনেমাকেই। পাকিস্তানে এমন অভিনেতা খুঁজে পেতে ভহু বছর লাগবে।পাক ফিল্ম সাংবাদিক রাফে মাহমুদ জানাচ্ছেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি বক্স অফিসের জন্য ভারতীয় ফিল্মের ওপর নির্ভরশীল। দেশে ১২০টির মতো সিনেমা হল রয়েছে। ভালো ফিল্ম লাগলে গড়ে চলে দুই সপ্তাহ। ফলে বছরে অন্তত ২৬টি নতুন ফিল্ম না পেলে ব্যবসা লাটে উঠবে।এবার পাকিস্তানের নিষেধের সঙ্গে সঙ্গে ভারতেও পাকিস্তানি শিল্পীদের অভিনয় নিষিদ্ধ করা হয়েছে।

No comments