Header Ads

আরও বড় ভাঙনের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি!

নজরবন্দি ব্যুরো: গত কাল তৃণমূলের আরও একটা উইকেট ফেলেছে বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং।
সন্ধেয় রাজ্যে ফিরেছেন প্রাক্তন তৃণমূল নেতা। আর এদিনই কৈলাস বিজয়বর্গীয়র কলকাতার বাড়িতে বসেছে দলের নির্বাচনী বৈঠক। আর সেখানেই দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, আগে সামনা-সামনি লড়াই হতো, এখন পাশাপাশি করব।               

তাঁর কথা অনুসারে তৃণমূলের আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন।
বিজেপির রাজ্য সভাপতির কথায়,'' এখন আমাদের সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ৪ জন। আর বিধায়ক ৩ থেকে বেড়ে হয়েছে ৬ জন। লম্বা তালিকা। আপনারা সময় মতন সব জানতে পারবেন''।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.