২০ কোটি টাকা ভারতীয় সেনাদের তহবিলে তুলে দিয়েই এবার শুরু আইপিএল।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় জঙ্গিহামলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সন্ত্রাস হামলা কেড়ে নিয়েছিল চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ানের প্রাণ। গোটা দেশ শহিদ পরিবারের পাশে দাঁড়ায়। শহিদদের সম্মান জানাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ টি ম্যাচ সেনাদের টুপি পরে খেলতে নামে ভারতীয় দল। আর এবার শুরু হচ্ছে আইপিএল। কিছু দিন আগে ঘোষণা করা হয়েছিল এবারের আইপিএল এর জমকালো উদ্ভধন হবেনা, সেই টাকা সেনাদের রিলিফ ফান্ডে দেওয়া হবে।
এবার সে মত ২৩ মার্চ প্রথম ম্যাচে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। সূত্রের খবর, ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে চলেছে বিসিসিআই। ম্যাচের আগেই দুই দলের অধিনায়কের উপস্থিতিতে তাঁদের হাতে ২০ কোটি টাকা তুলে দেওয়া হবে। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সেনা তহবিলে অনুদানের জন্য ইতিমধ্যেই ২০ কোটি টাকা দেওয়ার অনুমতি দিয়েছে সিওএ (প্রশাসনিক কমিটি)। উল্লেখ্য অর্থের একটা মোটা অংশ আইপিএল উদ্বোধনের দিনই সেনার হাতে তুলে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই