মুখ্যমন্ত্রীর জন্য অর্জুন সিং চার বার বিধায়ক হতে পেরেছেন: ফিরহাদ হাকিম
নজরবন্দি ব্যুরো: টিকিট পায়নি বলেই অর্জুন সিং আজ বিজেপিতে। দাবি করলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়,''এমন লোভী, নীতি-হীনকে ক্ষমা করবে না এই রাজ্যের মানুষ।
গান্ধীবাদী রাজনীতি করার পর গান্ধীকে হত্যাকারী দলের সঙ্গে হাত মিলিয়েছে''। মুখ্যমন্ত্রীর জন্য অর্জুন সিং চার বার বিধায়ক হতে পেরেছেন বলেও মনে করিয়ে দেন ফিরহাদ হাকিম।
তাঁর কথায়,'' এখন আমি কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী। নিজেকে কেউকেটা ভাবি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে বলেই এই চেয়ারে বসতে পেরেছি''।
অর্জুন সিং বিজেপির টিকিটে দাঁড়ালেও বারাকপুরে কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়ে দেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ''কোনও অসুবিধা নেই। তাঁর ছবি ছিল বলেই ৩০ হাজার ভোটে জিতেছিলেন অর্জুন। চেতলার ছেলে থেকে মেয়র হয়েছি মমতার আশীর্বাদে। মুকুল, অর্জুন আগে কি ছিল? এটা পুরোটাই মমতার আশীর্বাদ। সে কথা ভুলে গেলে চলবে না''।
গান্ধীবাদী রাজনীতি করার পর গান্ধীকে হত্যাকারী দলের সঙ্গে হাত মিলিয়েছে''। মুখ্যমন্ত্রীর জন্য অর্জুন সিং চার বার বিধায়ক হতে পেরেছেন বলেও মনে করিয়ে দেন ফিরহাদ হাকিম।
তাঁর কথায়,'' এখন আমি কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী। নিজেকে কেউকেটা ভাবি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে বলেই এই চেয়ারে বসতে পেরেছি''।

No comments