Header Ads

জোট ভাঙার দায় আলিমুদ্দিনের উপর চাপালেন সোমেন মিত্র!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে কংগ্রেস ও বামেদের জোট আবার জটে পরিণত হবার দিকেই এগোচ্ছে। সমঝোতার পথে কাঁটা হয়ে দাঁড়াল রায়গঞ্জ ও মুর্শিদাবাদ এই দুই লোকসভা কেন্দ্র।
শুক্রবার ওই দুই আসনে একতরফা-ভাবেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সিপিআই(এম)। বামেদের এই প্রার্থী ঘোষণার ফলে ওই দুই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হতে চলেছে। এদিন বঙ্গ কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,  মুর্শিদাবাদ ও রায়গঞ্জ তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই প্রার্থী দেবে তারাও। তবে বাস্তবতার কথা মাথায় রেখে বাম কংগ্রেস উভয় দলের পক্ষই জোটের রাস্তা খোলা রাখা হয়েছে।

বামফ্রন্ট চেয়ারম্যানের ঘোষণার পরপরই সিপিআই(এম) এর সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে জানান সোমেন মিত্র। জোট ভাঙার কারণ হিসাবে সোমেন মিত্ররা দায় ঠেলেছেন আলিমুদ্দিনের ঘাড়েই। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,
'' এই রাজ্যের বামেরা যদি জোটে আগ্রহী না হয় তবে একাই লড়বে কংগ্রেস। পুরো বিষয়টি জানানো হবে হাইকম্যান্ডকে।'' জোটের দরজা খোলা থাকলেও সোমেন-বাবুর কথাতেই স্পষ্ট রাজ্যের বুকে 'একলা চলো'র জন্য প্রস্তুতি শুরু করেছেন এই রাজ্যের এই কংগ্রেস নেতারা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.