Header Ads

মাসুদ আজহারকে নিয়ে বড় বয়ান দিলেন ভারতের সেনাপ্রধান।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে নিয়ে বড় বয়ান দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। শনিবার উত্তরপ্রদেশের লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই মাসুদকে নিয়ে মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন মাসুদ আজহারের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে।

 তবে সেই পরিকল্পনা প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু তিনি এটা স্পষ্ট করেছেন যে সেনার কার্যকলাপকে কোনওভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়।এদিকে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিনের ভরসায় মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গির তকমার হাত থেকে বেঁচেছে। কিন্তু তার পরও মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে ভারত প্রস্তুত, সেটাই স্পষ্ট করে দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফলে এবার প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত আবার কোনও এয়ার স্ট্রাইক করবে? যে স্ট্রাইকেই খতম হবে মাসুদ আজহার!

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.