Header Ads

হবু শিক্ষকদের অনশন মঞ্চে বিমান বসু! নিয়োগের দাবি তুললেন এই সিপিআই(এম) নেতা

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগের বেহাল দশার মাঝে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এই রাজ্যের প্রায় ৪০০ এর বেশি হবু শিক্ষক। সেই অনশনের  আজ ২৪ তম দিন।
অনশনরত SSC-র চাকরি-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
শনিবার অনশন মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারের একহাত নেন তিনি। অনশন মঞ্চে এসে শিক্ষামন্ত্রীকে চাকরি-প্রার্থীদের দাবি-দাওয়া মেটানোর দাবি করেন এই সিপিআই(এম) নেতা। তিনি বলেন, ‘‘চাকরি-প্রার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এদের ন্যায্য দাবি মেনে নিচ্ছেন না কেন?’’ অবিলম্বে চাকরি-প্রার্থীদের সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

আজ সকালে বিমান বসুর উপস্থিত থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরি-প্রার্থী। .
ওই মহিলার নাম তানিয়া  বলে জানা গিয়েছে। তড়ি-ঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকরি-প্রার্থীদের করুন পরিস্থিতি দেখে বিমান বসুর সামনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারের তীব্র ভাষায় আক্রমণ করেন এক অভিভাবক।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.