Header Ads

হারবেন অর্পিতা? বিপ্লব মিত্রকে প্রার্থী না করায় ক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে!

অমিত মহন্ত ,বালুরঘাটঃ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচন-২০১৯ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট আসনে দ্বিতীয়বারে জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন অর্পিতা ঘোষ। তালিকায় নিজের নাম ঘোষণা হতেই বালুরঘাটে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন অর্পিতা ঘোষ। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। এবারও নির্বাচনী লড়াইয়ে বিপুল ভোটে জয়ের আশায় কালবিলম্ব দেরি না করে শুরু করলেন প্রচার।কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় ক্ষোভ ক্রমেই প্রকাশ পাচ্ছে তৃণমূল কর্মী সমর্থক দের মধ্যে।
নির্বাচনী লড়াইয়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার চেষ্টা এবং দ্বিতীয় বার লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে বালুরঘাট শহরের ১০নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল এলাকায় দেওয়াল লিখলেন অর্পিতা ঘোষ। দেওয়াল লেখার মধ্য দিয়েই প্রচার শুরু করলেন অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন বালুরঘাট শহর কমিটির সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.