Header Ads

দল বদলের পরে অর্জুন ঘনিষ্ঠের বাড়িতে হামলা! অভিযোগ তাঁর ভাই এর বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরো: সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং। আজ দিল্লি থেকে রাজ্যে আসার কথা অর্জুন সিংয়ের।
বিকেল সাড়ে ৫ টায় দমদম বিমানবন্দরে নামার কথা তাঁর। তার আগেই জগদ্দলের মেঘনা মিল এলাকায় অর্জুনের গড় হিসাবে পরিচিত বিজয়গড়ে হামলার ঘটনা ঘটল অর্জুন ঘনিষ্ঠের বাড়িতে।
অভিযোগ ওঠে ভাঙচুর করা হয়েছে একটি গাড়ি। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভাঙচুরের ঘটনায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন এলাকার লোকজন। সব অভিযোগ উড়িয়ে সঞ্জয় সিং দাবি করেছেন, নিজেরা ভাঙচুর করে তাঁর নামে দোষ দিচ্ছে বিজেপি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.