Header Ads

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'কলঙ্ক'-এর টিজার।

নজরবন্দি ব্যুরোঃ মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'কলঙ্ক'-এর টিজার। প্রথম ঝলকেই বোঝা গেল যে এ ছবি 'লার্জার দ্যান লাইফ' গোছের। আলিয়া, বরুণ, আদিত্য, সোনাক্ষী থেকে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত- প্রত্যেকটা চরিত্রের লুকই মাত করেছে 'কলঙ্ক'-এর টিজার।

টিজারের শুরু হয় মাধুরীর ক্ল্যাসিকাল নাচের ঝলক দিয়ে।ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট, হিরু জোহর এবং অপূর্ব মেহতা। পরিচালকের আসনে 'টু স্টেটস' খ্যাত অভিষেক বর্মন।দেখুন 'কলঙ্ক'-এর টিজার।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.