Header Ads

"কংগ্রেসের সাথে কোন জোট হয়নি, ভবিষ্যতেও হবে না" : সূর্যকান্ত মিশ্র

নজরবন্দি ব্যুরোঃ দেশে লোকসভা নির্বাচন আসন্ন। তৎপরতা শুরু হয়েছে রাজ্যেও। প্রত্যেক দলই নিজের নিজের গড় ধরে রাখতে বদ্ধ পরিকর। তৃণমূল ৪২ টি আসনের মধ্যে ৪২টি তে জেতার পন নিয়েছে একদিকে তখনই অন্যদিকে বিজেপি ২৩ টি আসন জিতবেই বলে ঘোষণা করেছে। পিছিয়ে নেই বাম এবং কংগ্রেস শিবির-ও তারাও নিজেদের আসন বাড়ানোর চেষ্টায় এখন থেকেই মাঠে নেমেছে।
আর ঠিক এই পরিস্থিতিতেই আবার সামনে এসেছে বাম তথা সিপিআইএম কংগ্রেসের জোটের প্রসঙ্গ। বেশ কিছুদিন টাল বাহানার পর স্থির হয়েছে ২০১৪ সালের জেতা আসন গুলিতে সিপিআইএম বা কংগ্রেস, কেউ কারোর বিরুদ্ধে প্রার্থী দেবে না। প্রশ্ন উঠেছে তাহলে কি বাকি সব অর্থাৎ ২০১৪ সালের জেতা বাম কংগ্রেসের ৬টি আসন বাদ দিয়ে ৩৬ টি আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে বাম কংগ্রেস? এদিন সেই জ্বল্পনার অবসান ঘটালেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি স্পষ্ট জানিয়েদেন ২০১৬তে আসন সমঝতা হলেও জোট হয়নি। কংগ্রেসের সাথে কোনদিন জোট হয়নি আর ভবিষ্যতেও হবে না।
দেখুন কি বললেন তিনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.