বেগুসরাই থেকে সিপিআই-এর প্রার্থী কানহাইয়া!
নজরবন্দি ব্যুরো: জল্পনা ছিল রাজনৈতিক মহলে। এবার সেই জল্পনাকে সত্যি করে বেগুসরাই থেকেই লড়ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। সিপিআই এবং সিপিআই(এম)কে বাদ দিয়েই বিহারের আসন সমঝোতা করে কংগ্রেস এবং আরজেডি।
এর পরই বেগুসরাই থেকে কানহাইয়ার ভোটে দাঁড়ানো অনিশ্চিত তৈরি হয়। তবে, শনিবার সিপিআই-এর তরফে জানান হয়,কানহাইয়াকে বেগুসরাই থেকে প্রার্থী করা হচ্ছে।
নির্বাচনের আগে বেগুসরাই থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন কানহাইয়া। আর এর পরে আরজেডি সঙ্গে বৈঠকও হয়।
এমনকি লালু প্রসাদের সঙ্গেও সিপিআই(এম) ও সিপিআই-এর আসন সমঝোতা নিয়ে আলোচনা করেন সীতারাম ইয়েচুরি। তবে, সূত্রে খবর, ওই কেন্দ্রে কানহাইয়াকে টিকিট দেওয়ায় বাধ সাধে আরজেডি নেতা তেজস্বী। মনে করা হচ্ছে, ওই এলাকায় কানহাইয়ার জনপ্রিয়তা বেশি হওয়ায় তাঁর ইমেজকে ছাপিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই টিকিট দিতে নারাজ তেজস্বী।
এর পরই বেগুসরাই থেকে কানহাইয়ার ভোটে দাঁড়ানো অনিশ্চিত তৈরি হয়। তবে, শনিবার সিপিআই-এর তরফে জানান হয়,কানহাইয়াকে বেগুসরাই থেকে প্রার্থী করা হচ্ছে।
নির্বাচনের আগে বেগুসরাই থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন কানহাইয়া। আর এর পরে আরজেডি সঙ্গে বৈঠকও হয়।
Loading...
কোন মন্তব্য নেই