Header Ads

সিপিআইএমের খগেন-কংগ্রেসের দুলাল-তৃণমূলের অনুপম একসাথে যোগ দিলেন বিজেপিতে!

নজরবন্দি ব্যুরোঃ কানাঘুষো ছিলই, আর এবার দলবদল হয়েই গেল। মুকুর রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে নাম লেখালেন সিপিআইএমের খগেন-কংগ্রেসের দুলাল-তৃণমূলের অনুপম!
এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই ঘর গোছাতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। দেওয়াল লিখন থেকে প্রচার, সমস্ত কাজ শেষ করে ফেলতে চাইছে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর পাশাপাশি ক্রমেই বিভিন্ন নেতা নেত্রীদের দলবদলের খবর ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে লোকসভা ভোটে যুদ্ধের পরিস্থিতি।
সৌমিত্র খাঁ, নিশীথ প্রামানিকের পর আজ বিজেপিতে যোগ দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা, সিপিআইএমের খগেন মুর্মু এবং কংগ্রেসের দুলাল বর। আজ নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়-র হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখালেন তিন টি ভিন্ন মেরুর দলের তিন নেতা।
উল্লেখ্য, মুকুল রায়ের হার ধরে যোগদান করলেই সিপিআইএম থেকে দুলাল বরকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে যাওয়ার কারিগর উত্তরবঙ্গের বিজেপি নেতা রজত মুখার্জী। তাঁর হাত ধরে নিশীথ প্রামানিকও যোগদান করে বিজেপি-তে বলে জানা গেছে। পর্দার আড়াতে থাকা রজত মুখার্জী জানিয়েছেন আরও অনেক চমক অপেক্ষা করছে আগামীদিনে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.