Header Ads

শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসন। সংঘর্ষে আহত হন ৫ জন।

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসন।জানা গিয়েছে, সোমবার রাতে শাসনের দাদপুর পঞ্চায়েতের পাথরা গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসকদলের দুটি গোষ্ঠী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালীন এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে। চলে গুলিও। শাসকদলের পার্টি অফিস ও লাগোয়া একটি দোকানে ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন ৫ জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 আহতদের ভরতি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় একটি জমি নিয়ে শাসকদলেরই দুটি গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা ও পাঁচ রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিবাদমান দুটি গোষ্ঠীর সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শাসন থানায়। তদন্তে নেমেছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.