দিল্লী থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন গৌতম গম্ভীর? জল্পনা তুঙ্গে।
নজরবন্দি ব্যুরোঃ খবরের জল্পনা ছিল অনেক দিন থেকে। এবার ভোটের দামামা বাজতেই বাড়ল সেই জল্পনা। দিল্লিতে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ মীনাক্ষী লেখির জায়গায় তাঁকে প্রার্থী করার ইঙ্গিত মিলেছে বিজেপি সূত্রে। যদিও গম্ভীর বা বিজেপি শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেননি।
২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। তখন থেকেই জল্পনা শুরু হয়, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা নিয়ে গত পাঁচ বছরে নানা জল্পনা চলেছে। এ বার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছে।
২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। তখন থেকেই জল্পনা শুরু হয়, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা নিয়ে গত পাঁচ বছরে নানা জল্পনা চলেছে। এ বার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই