রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি।
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনে লড়ার জন্য প্রত্যেক প্রার্থীকেই ভোটের সময় সম্পত্তির বিবরণ, ফৌজদারি মামলার তথ্য ইত্যাদি উল্লেখ করে হলফনামা জমা দিতে হয়। সেখানে দেখা গিয়েছে রাহুল গান্ধীর সম্পত্তি ৫৫ লক্ষ টাকা থেকে ৯ কোটিতে পৌঁছে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে চাপ বাড়াতে এবার প্রধান বিরোধী দলের মুখকেই আক্রমণের লক্ষ্য হিসাবে বেছে নিল বিজেপি। রাহুল গান্ধীর নির্বাচনী হলফনামা তুলে ধরে তাঁর বর্ধিত সম্পত্তির উৎস জানতে চেয়েছেন রবিশংকর প্রসাদ।
বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, '২০০৪ সালে নির্বাচনী হলফনামায় ৫৫ লক্ষ ৩৮ হাজার ১২৩ টাকার সম্পত্তি ঘোষণা করেছিলেন রাহুল। ২০০৯ সালে তা বেড়ে হয়েছে ২ কোটি। আর ৯ কোটি টাকা হয়েছে ২০১৪ সালের হলফনামায়।' প্রসাদের বক্তব্য, লোকসভার সাংসদ হিসাবে তিনি যে বেতন পান, সেটাই রাহুলের আয়ের উত্সপ। তাহলে তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ থেকে বেড়ে ৯ কোটি হল কীভাবে? রাহুলের আয়ের কি অন্য উত্সব রয়েছে? তাহলে সেটা প্রকাশ্যে আনা হোক।
বিজেপির মুখপাত্র রবিশংকর প্রসাদের প্রশ্ন, 'আমরা জানতে চাই ওঁর উন্নতির মডেলটা কী?' তাঁর কটাক্ষ, 'এখনও পর্যন্ত বঢরার উন্নতি মডেল চাক্ষুষ করেছি আমরা। এই মডেলে ৬-৭ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন বছরে ৭০০ থেকে ৮০০ কোটি টাকায় পরিণত হয়। এবার রাহুল গান্ধীর মডেলের ব্যাপারে জানতে পেরেছি।'
বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, '২০০৪ সালে নির্বাচনী হলফনামায় ৫৫ লক্ষ ৩৮ হাজার ১২৩ টাকার সম্পত্তি ঘোষণা করেছিলেন রাহুল। ২০০৯ সালে তা বেড়ে হয়েছে ২ কোটি। আর ৯ কোটি টাকা হয়েছে ২০১৪ সালের হলফনামায়।' প্রসাদের বক্তব্য, লোকসভার সাংসদ হিসাবে তিনি যে বেতন পান, সেটাই রাহুলের আয়ের উত্সপ। তাহলে তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ থেকে বেড়ে ৯ কোটি হল কীভাবে? রাহুলের আয়ের কি অন্য উত্সব রয়েছে? তাহলে সেটা প্রকাশ্যে আনা হোক।
Loading...
কোন মন্তব্য নেই