Header Ads

বঞ্চিত হবু শিক্ষকদের পাশে বঞ্চিত শিক্ষকরা; সবরকম সাহায্যের আশ্বাস BGTA-র।

নজরবন্দি ব্যুরোঃ দৃশ্যটা অনেকটা গা সওয়া হয়ে গেছে পথচারীদের, কয়েকশো যুবক যুবতি হাতে প্ল্যাকার্ড হাতে কখনো বসে কখনো শুয়ে রয়েছে মেয়ো রোডের মুখে, প্রেস ক্লাবের সামনে। রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আর ২৫ দিন হল অনশনরত ওরা। এই ওরা হল রাজ্যের স্কুল সার্ভিস পরিক্ষায় পাশ করা হবু শিক্ষক। একমাত্র রাজ্য সরকার ছাড়া সবাই দেখছে, অনুভব করছে তাঁদের জন্ত্রনা!
আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ হবু শিক্ষক দের দাবি দাওয়া কে সমর্থন করে অনশন মঞ্চে যান বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশনের(BGTA) একদল প্রতিনিধি। তাঁরা অনশনকারিদের সঙ্গে কথা বলেন এবং অনশনকারিদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। সহ সম্পাদক প্রতাপ মন্ডল বলেন, "সরকারের উচিত অবিলম্বে এদের দাবি মেনে নেওয়া।
" সহ কোষাধক্ষ্যর স্বপন মন্ডল বলেন," এতগুলো নবীন জীবন নিয়ে সরকার এভাবে ছিনিমিনি খেলতে পারেনা।"সরকারের এই মনোভাব অত্যন্ত দূর্ভাগ্যজনক ও অমানবিক"বলে দাবী করেন সংগঠন এর নেত্রী দীপান্বিতা সামন্ত। সংগঠনের সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য এর মতে," BGTA গত দু-বছর ধরে গ্র্যাজুয়েট শিক্ষকদের বঞ্চনার বিরুদ্ধে অরাজনৈতিক ভাবে লড়ছে এবং BGTA শুধুমাত্র এই হবু শিক্ষক দের পাশে সবরকম ভাবে আছে তাই নয়,রাজ্যের যেকোন প্রান্তে যেকোন শিক্ষক শিক্ষাকার পাশে থাকায় অঙ্গীকার।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.