Header Ads

প্রচারে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সামনেই আক্রান্ত সিপিআই(এম) প্রার্থী!

নজরবন্দি ব্যুরো: ফের রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। আবারও আক্রান্ত বিরোধী দলের প্রতিনিধিরা। এবার খোদ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে আক্রান্ত হলেন সিপিআই(এম) প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীগ্রাম এলাকায়। অভিযোগ, রক্ষীদের সামনেই প্রার্থীর সঙ্গে থাকা কয়েকজনকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে।

সিপিআই(এম) এর দাবি, হামলায় জখম হয়েছেন তাদের এক কর্মী৷
তাঁর নাম উত্তম সাহা। তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের সামনে এই হামলা হওয়ায় প্রশ্ন উঠছে ভোটারদের নিরাপত্তা নিয়েও।

জানা গিয়েছে, রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী তথা বিদায়ী সাংসদ সংকর প্রসাদ দত্ত প্রচারে বেরিয়ে ছিলেন।
জিরানিয়ার গান্ধীগ্রাম এলাকায় তাঁর গাড়ি পৌঁছতেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা গাড়ি ঘিরে ধরে। তারপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই শুরু হয় গালিগালাজ তাণ্ডব। সেই ছবি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ঘটনার জেরে উত্তপ্ত হতে শুরু করেছে আগরতলার রাজনৈতিক পরিস্থিতি।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.