'এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সুচিকিৎসার প্রয়োজন, মিথ্যার মেশিন'- বিস্ফোরক গেরুয়া নেতা
আজ উত্তর ২৪ পরগণার হালিশহরে দলীয় কর্মসূচিতে যোগদিয়ে তিনি বলেন, " বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার মেশিন। ওনার সুচিকিৎসার প্রয়োজন। ইমরান খানের সঙ্গে ভারত কোন আলোচনায় বসবে না।
এর পরে তিনি আরও বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন জ্ঞান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে শুধু প্রলাপ করছেন। কাশ্মীরে এখন অঘোষিত যুদ্ধ চলছে। নিত্য দিন সেখানে সেনা ও জঙ্গিদের গুলির লড়াই চলছে।
এর পরে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভয় পেয়ে গিয়েছে ভারতকে। তবে ওর আরও ভয় পাওয়া বাকি আছে। ও যদি সীমান্তে জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার কাজকর্ম বন্ধ না করে তাহলে ভারতবর্ষও পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেবে।
mamta je musolmaner pa chata sobai bujheche..emonki musolmander o to or pase dekha jachhena.. chor...eder na hotale west bengal waste bengal habe..
ReplyDelete