মাধ্যমিক চলাকালীনই স্কুলে দুই শিক্ষকের ধুন্ধুমার মারামারিতে স্তম্ভিত পরীক্ষার্থীরা।
নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। স্কুলে চলছিল ইংরেজির পরীক্ষা। তার মধ্যেই ধুন্ধুমার কান্ড। প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের মারামারিতে উত্তপ্ত হয়ে উঠলো ইসলামপুর হাইস্কুল চত্বর।
সরস্বতী পুজোর চেক এবং টাকা শোধ নিয়ে বাকবিতন্ডা গড়ায় হাতাহাতিতে। প্রধান শিক্ষক মহম্মদ সলিমউদ্দিন ও সহ শিক্ষক বিপ্লব সরকারের মারামারি দেখে স্তম্ভিত পরীক্ষার্থীরা। আহত অবস্থায় প্রধান শিক্ষককে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বিপলব সরকারকে ভর্তি করা হয় এলাকার এক বেসরকারি হাসপাতালে।
মহম্মদ সলিমউদ্দিন দাবি করেন, এদিন বিপ্লব বাবু সরস্বতী পুজোর বকেয়া চেকের টাকা শোধ চাইতে আসেন। সেই টাকা দিতে না পারায় তার ওপর চড়াও হন বিপ্লব সরকার। এদিকে ওই সহ শিক্ষকের দাবি, তাকে টাকা না দিয়ে উল্টে থাপ্পর মারেন সলিমউদ্দিন।
সরস্বতী পুজোর চেক এবং টাকা শোধ নিয়ে বাকবিতন্ডা গড়ায় হাতাহাতিতে। প্রধান শিক্ষক মহম্মদ সলিমউদ্দিন ও সহ শিক্ষক বিপ্লব সরকারের মারামারি দেখে স্তম্ভিত পরীক্ষার্থীরা। আহত অবস্থায় প্রধান শিক্ষককে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বিপলব সরকারকে ভর্তি করা হয় এলাকার এক বেসরকারি হাসপাতালে।

No comments