Header Ads

নিরাপত্তার ত্রুটির কারণে এই হামলা! দাবি প্রাক্তন র কর্তা বিক্রম সুদের

নজরবন্দি ব্যুরো: নিরাপত্তার ত্রুটির কারণে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেন ভারতের শীর্ষ গোয়েন্দা দফতরের প্রাক্তন প্রধান বিক্রম সুদ।
তিনি বলেন , '‌বুঝতে পারছি না কোথায় সমস্যা ছিল, কিন্তু নিরাপত্তায় কোনও ত্রুটি যদি না থাকত তবে এত বড় একটা ঘটনা ঘটতে পারত না।'‌ হায়দরাবাদে এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন তিনি। প্রাক্তন র কর্তা বলেন, '‌এটা সত্যি যে এই ঘটনার পেছনে একের অধিক ব্যক্তি জড়িত রয়েছে।
কেউ বিস্ফোরক নিয়ে এসেছে, বিস্ফোরকগুলিকে একত্রিত করেছে একজন, কেউ একজন গাড়ি নিয়ে এসেছে , আবার কেউ একজন সিআরপিএফের কনভয়ের গতিবিধি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল যা জঙ্গিদের সে জানিয়েছে।'
ভারতের কাছে যুদ্ধ বাদে আর কি কি উপায় রয়েছে পাকিস্তানকে সমস্যায় ফেলার? এর উত্তরে ‌বিক্রম সুদ বলেন, '‌এটা কোনও বক্সিং ম্যাচ নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা অবশ্যই সময়-সুযোগ বুঝে হবে, কারোর সুবিধা দেখে হবে না বা এটা আজকালের মধ্যে কিছু করে ফেলার মত বিষয় নয়।'‌









No comments

Theme images by lishenjun. Powered by Blogger.