শহিদ জওয়ানদের ছেলে-মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবার কথা জানালেন বীরেন্দ্র সেহওয়াগ।
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের ছেলেমেয়ের পড়াশোনার পুরো দায়িত্ব নেবার ইচ্ছা-প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।
আজ তিনি টুইটারে জানান, "শহিদ জওয়ানদের জন্য আমরা যাই করি না কেন, সেটাই কম। তাও আমি ন্যূনতম যেটা করতে পারি তা হল সেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নিতে চাই।
আর সেটা করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব।"পুলওয়ামায় জঙ্গি হামলার পরই তা নিয়ে সরব হন এই বিখ্যাত ক্রিকেটার। তিনি টুইটে লেখেন, "নিজেদের পালটে নাও, নাহলে পালটে দেব।"
আজ তিনি টুইটারে জানান, "শহিদ জওয়ানদের জন্য আমরা যাই করি না কেন, সেটাই কম। তাও আমি ন্যূনতম যেটা করতে পারি তা হল সেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নিতে চাই।

No comments