অ্যাথলিট স্বপ্না বর্মণকে নিয়ে ছবি করছেন সৃজিত।
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমস ২০১৮। সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন অ্যাথলিট স্বপ্না বর্মণ। সেই স্বপ্নার জীবন এ বার বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মাত্র ২১ বছর বয়সে স্বপ্না এই সম্মান জিতেছেন।
আজ এই জাইগাতে পৌঁছতে তাঁকে পেরতে হয়েছে অনেক প্রতিকূলতা। আর এই সব ঘটনায় উঠে আসবেন এই ছবিতে। বাংলা তে সেভাবে কারো জীবন নিয়ে ছবি খুব একটা দেখা যায় না। তাই সৃজিতের এই প্রয়াস অভিনন্দন যোগ্য। এই ছবিতে নাম ভূমিকায় থাকছেন সোহিনী সরকার।
Loading...
কোন মন্তব্য নেই