Header Ads

"শুধু ক্রিকেট নয়, পাকিস্তানের সঙ্গে কোনও ধরণের সম্পর্কই রাখা উচিত নয়’’: সৌরভ।

নজরবন্দি ব্যুরোঃ সি আর পি এফ জওয়ানদের মৃত্যুর পর সারা দেশ ফুঁসছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিতি পাকিস্থাঙ্কে বয়কটের ডাক দিয়েছেন, ভারতীয় ক্রিকেট পাকিস্থান ক্রিকেট কে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু গত ৩ দিন কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

 কিন্তু বুধবার সর্বভারতীয় মিডিয়ায় মুখ খুলে নজিরবিহীন কড়া প্রতিক্রিয়াই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি প্রেসিডেন্ট। সৌরভের মন্তব্য, ‘‘শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়। পাকিস্তানের সঙ্গে কোনও ধরণের সম্পর্কই রাখা উচিত নয়।’’

 এখানেই না থেমে সৌরভ বলেন, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসি’র পক্ষে অসম্ভব। আর টুর্নামেন্টে একটা ম্যাচ না খেললে ভারতের কোনও অসুবিধে হবে না।’’ বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ভারতীয় বোর্ডকে দেখতে হবে আইসিসি’র উপর কিভাবে চাপ বাড়ানো যায়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, কড়া বার্তাই দেওয়া উচিত।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.