ফের হাসপাতালে সোনু নিগম।
নজরবন্দি ব্যুরোঃ ফের হাসপাতালে সোনু নিগম। নেপালে এক কনসার্টে যোগ দিতে গিয়ে হাঠাত্ইঅ অসুস্থ হয়ে পড়েন তিনি। নেপালের বোখারাতে কনসার্ট আয়োজনের কথা ছিল। জানা গিয়েছে, হাসপাতালের ভিআইপি লঞ্জে রাখা হয়েছে সোনু নিগমকে।
পিঠের যন্ত্রণায় কাবু হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক। করা হয়েছে এমআরাই। কিন্তু কি কারণে পিঠে ব্যাথা তা এখন যানা যাইনি। তার পরিবারের তরফেও কোন কিছু বলা হয়নি। প্রসঙ্গত এর আগে, সামুদ্রিক খাবার থেকে অ্যালার্জির জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
পিঠের যন্ত্রণায় কাবু হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক। করা হয়েছে এমআরাই। কিন্তু কি কারণে পিঠে ব্যাথা তা এখন যানা যাইনি। তার পরিবারের তরফেও কোন কিছু বলা হয়নি। প্রসঙ্গত এর আগে, সামুদ্রিক খাবার থেকে অ্যালার্জির জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

No comments