Header Ads

রাজ্যে এখন চোরেদের বাদ দিয়ে পুলিশ-পুলিশ খেলা চলছে! বিস্ফোরক সাংসদ সেলিম

নজরবন্দি ব্যুরো: সিবিআই আধিকারিকরা ও রাজ্য পুলিশের মধ্যে ধস্তাধস্তির ছবি দেখেছে রাজ্যের মানুষ। উপায় না পেয়ে বাধ্য হয়ে চিটফান্ড মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে সিবিআই।
আজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে এখনই গ্রেপ্তার করা যাবে না। কিন্তু রাজীবকে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে। এই বিষয়ে সিপিআই(এম) সাংসদ মহম্মদ সেলিম বলেন,"সুপ্রিম কোর্টের নজরে এই মামলার তদন্ত হওয়াকে আমি স্বাগত জানাচ্ছি। আর রাজীব কুমার এই ঘটনায় অভিযুক্ত কিন্তু প্রথমে ছিলেন না। ওঁকে ডাকা হয়েছিল সাক্ষী হিসেবে।"
এর পরে সেলিম আরও বলেন, " এই মামলা শুরু হয়েছিল সিআইডি কে দিয়ে। বর্তমানে এই চিত্রটা এখন বদলে গেছে।
ভোটের আগে সিবিআই হঠাৎ তৎপর হয়ে উঠেছে। কিন্তু এখন রাজ্যে পুলিশ-পুলিশ খেলা হচ্ছে। সেন্ট্রাল পুলিশ আর রাজ্য পুলিশ। আর যাদের টাকা খোয়া গিয়েছে তারা এখন নজরের বাইরে। আর যারা ওই টাকা চুরি করল তারা নিজেদের গা বাঁচিয়ে নিয়েছে। মিডিয়াও এখন এই নিয়ে গণতন্ত্র সংবিধানের কথা বলছে। আগে আমরা চোর পুলিশ খেলতাম। কিন্তু এখানে শুধুমাত্র পুলিশরাই আছে। চোরেরা সরে গেছে।"


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.