Header Ads

সৌদি যুবরাজের ভারত সফর বাতিল!

নজরবন্দি ব্যুরো:পাকিস্তান সফর শেষে ভারতে আসার কথা ছিল সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমান-এর। কিন্তু তিনি পাকিস্তান সফর সেরে ভারতে না এসেই দেশে ফিরে যান।
ধারণা করা হচ্ছে, কাশ্মীর ইস্যুতে ভারতীয়দের সংবেদনশীলতা উপলব্ধি এবং দিল্লির কৌশলগত তাৎপর্য অনুধাবন করেই তিনি সরাসরি পাকিস্তান থেকে দিল্লি সফর বাতিল করে দেশে ফিরে গেছেন।
তবে তার দেশে ফিরে যাওয়া সম্পর্কে পরিষ্কারভাবে সরকারি ভাবে কিছু জানান হয় নি।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে চায় রিয়াদ। এদিকে পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.