Header Ads

ইডি-র মুখোমুখি রবার্ট বঢ়রা!

নজরবন্দি ব্যুরো: আর্থিক তছরুপ মামলায় বুধবার বিকেলে ইডি-র দফতরে পৌঁছলেন রাহুল গান্ধির শ্যালক এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট।
স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে করেই ইডি দফতরে হাজির হয়েছেন রবার্ট।

জানা গিয়েছে, লন্ডনে ১.৯ পাউন্ড মিলিয়ন টাকা খরচ করে একটি সম্পত্তি কেনা নিয়েই ইডির নজরে আসে রবার্ট। ইডি আধিকারিকরা আদালতকে জানিয়েছেন, লন্ডনে দু’টি বাড়ি রয়েছে তাঁর। যে ফ্ল্যাটগুলির দাম প্রায়  চার থেকে পাঁচ মিলিয়ন।
এছাড়াও রবার্টের নামে রয়েছে আরও ছ’টি ফ্ল্যাট। এছাড়াও আরও একাধিক সম্পত্তি রয়েছে রবার্টের নামে। সেই নিয়েই ইডির প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন রাহুল গান্ধির শ্যালক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.