এবার থেকে নিরক্ষরেরাও ভোটে দাঁড়াতে পারবেন রাজস্থানে!
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই নিয়ম চালু করেছিল বসুন্ধরা রাজে পরিচালিত রাজস্থানের বিজেপি সরকার। ক্ষমতায় এসে সেই নিয়ম উঠিয়ে দিল কংগ্রেস পরিচালিত অশোক গেহলটের সরকার।
২০১৫ সালে তত্কাষলীন রাজ্য সরকার রাজস্থানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পুরসভায় প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার বিধি চালু করেছিল। সরকার বদল হতেই অবসান ঘটল সেই নিয়মের।
সোমবার রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে এই সংক্রান্ত দু'টি বিল। ওই বিল দু'টি হল রাজস্থান পঞ্চায়েতি রাজ সংশোধনী বিল এবং রাজস্থান পুরসভা সংশোধন বিল। নতুন নিয়ম অনুসারে এই সকল নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না শিক্ষাগত যোগ্যতার। সোমবার বিল দু'টি ধ্বনি ভোটে রাজস্থান বিধানসভায় পাশ হয়ে যায়।
কোন মন্তব্য নেই