Header Ads

মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। জানালো আবহাওয়া দপ্তর।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শীত বিদায় নেওয়ার পালা। এরই মধ্যে নিজের অস্তিত্ব জানান দিলো পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সারা দিন আকাশ মেঘলা থাকবে দক্ষিণ ও উত্তর বঙ্গের। বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

আজ ও আগামীকাল রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল বিকেল পর্যন্ত থাকবে এরকম মেঘলা আবহাওয়া। পড়শু অবস্থার পরিবর্তন হবে৷ এদিকে আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে৷ কলকাতায় আজ তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘ কাটলে তাপমাত্রা আবার খানিক কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.