Header Ads

পুলওয়ামা বিস্ফোরক বোঝাই গাড়ির মালিকের হদিশ পেল এনআইএ।

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা বিস্ফোরক বোঝাই গাড়ির মালিকের হদিশ পেল এনআইএ তাতে জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি হামলায় ব্যবহৃত সেই গাড়িটি আসলে উপত্যকার বাসিন্দা সাজ্জাদ নামের এক পড়ুয়ার। হামলার পর থেকেই নিখোঁজ সে।গাড়ির মালিক কে জানতে ফরেনসিক ও গাড়ি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। বিস্ফোরণস্থল থেকে ওই গাড়ির অংশবিশেষ উদ্ধার করে তদন্ত চলছিল।

 তা থেকে জানা যায়, বিস্ফোরণে ব্যবহৃত ওই গাড়িটি আসলে, জি ১২বিএন১৬৪১৪০ ইঞ্জিন বিশিষ্ট মারুতি সুজুকি ইকো মডেল। চ্যাসি নম্বর এমএ৩ইআরএলএফ১এসওও১৮৩৭৩৫।অবন্তিপুরায় হাইওয়ের উপর বেশ কিছু দোকানপাট রয়েছে। সেখানে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.