Header Ads

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে PSC অফিসের সামনে অবস্থান !

নজরবন্দি ব্যুরো: পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তর পদত্যাগ ও একাধিক দাবিতে কমিশনের অফিসের সামনে অবস্থানে বসেছেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। পিএসসি-র নিয়োগে দুর্নীতি হয়েছে বলে একাধিক অভিযোগ করেন বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা।

আজ দুপুর ১২টা নাগাদ বিশাল মিছিল করে পিএসসি-র অফিসের সামনে পৌঁছান চাকরি-প্রার্থীরা।
প্রায় ৪০০ জন চাকরি-প্রার্থী অবস্থানে বসেন বলে জানা গিয়েছে।

চাকরি-প্রার্থীদের দাবি সমূহ:-

১. অবিলম্বে দুর্নীতি-গ্রস্ত পিএসসি কর্মী সহ পরীক্ষার্থীদের কে সনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. অবিলম্বে দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ সিবিআই তদন্ত করতে হবে।

৩.অবিলম্বে বর্তমান চেয়ারম্যান কে পদত্যাগ করতে হবে ।


৪. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে।

৫. ২০০৫ এর RTI Act অনুযায়ী আবেদন করার ৩০ দিনের মধ্যে RTI রিপোর্ট দিতে হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.