Header Ads

পাল্টা হামলার পরেই বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে!

নজরবন্দি ব্যুরো: সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে ভারত। এই পাল্টা হামলা চালানোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।
উপস্থিত ছিলেন, রাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষা মন্ত্রী  নির্মলা সীতারমন, অর্থ মন্ত্রী অরুণ জেটলি এবং বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ঠিক কী ভাবে পাকিস্তানকে পাল্টা আঘাত করা হল, বা পাকিস্তান যদি পাল্টা হামলা করে তা কী ভাবে ঠেকানো হবে, সেই সব নিয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.