"পলক"
পলক
সৌরদীপ তরফদার
আমাদের দেখা শোনা হোক না হোকট্রেনে ট্রেনে নতুন শহর খুঁজবে লোকে।আকাশে আকাশে মেঘ, বৃষ্টি বৃষ্টি খেলাতবু কলকাতায় মশাল মিছিল বেরোবে।একা একা স্বপ্ন বুনবে কোন তরুণ কবিকবিতার মাধ্যমে।আমাদের দেখা শোনা হোক না হোকসিরিয়ায় শিশু জন্মাবে নতুন ভোরের স্বপ্ন নিয়ে।যুদ্ধহীন একটি দেশ...বারুদের গন্ধ নেই,শুধু দুবেলা দুমুঠোর অঙ্গীকারকাশ্মীরের উপত্যকায় ফুল ফুটবে।একই ফুল তোর বারান্দায়, শান্তির দাবি জানিয়ে।আমাদের দেখা শোনা হোক না হোককোন বেকার ছেলেহাজার চেষ্টার পরও চাকরির পরীক্ষায় ব্যার্থ হয়েঅপেক্ষারত সেই মেয়েটার কাছে ফেরে।প্রশ্ন করে- 'অপেক্ষা করবি তো?'"হাতঘড়ি" ছুঁয়ে কথা দেয় ওরাসময় থমকে যায় ক্ষণিকের জন্য।এত কিছুর মধ্যেই হয়ত একদিনএই জন-অরণ্যের ভেতর চোখে চোখ পড়বে আমাদের;পলক ফেলিস না যেন.....।
সৌরদীপ তরফদার
বাড়িঃ কল্যাণী
জেলা ঃ নদীয়া
রাজ্য ঃ পশ্চিমবঙ্গ
দেশ ঃ ভারত
কোন মন্তব্য নেই