Header Ads

"পলক"

পলক
সৌরদীপ তরফদার

আমাদের দেখা শোনা হোক না হোক 
ট্রেনে ট্রেনে নতুন শহর খুঁজবে লোকে।
আকাশে আকাশে মেঘ, বৃষ্টি বৃষ্টি খেলা
তবু কলকাতায় মশাল মিছিল বেরোবে।
একা একা স্বপ্ন বুনবে কোন তরুণ কবি
কবিতার মাধ্যমে।
   
আমাদের দেখা শোনা হোক না হোক
সিরিয়ায় শিশু জন্মাবে নতুন ভোরের স্বপ্ন নিয়ে।
যুদ্ধহীন একটি দেশ...বারুদের গন্ধ নেই,
শুধু দুবেলা দুমুঠোর অঙ্গীকার
কাশ্মীরের উপত্যকায় ফুল ফুটবে।
একই ফুল তোর বারান্দায়, শান্তির দাবি জানিয়ে।
  
আমাদের দেখা শোনা হোক না হোক
কোন বেকার ছেলে
হাজার চেষ্টার পরও চাকরির পরীক্ষায় ব্যার্থ হয়ে
অপেক্ষারত সেই মেয়েটার কাছে ফেরে।
প্রশ্ন করে- 'অপেক্ষা করবি তো?'
"হাতঘড়ি" ছুঁয়ে কথা দেয় ওরা
সময় থমকে যায় ক্ষণিকের জন্য। 
         
এত কিছুর মধ্যেই হয়ত একদিন
এই জন-অরণ‍্যের ভেতর চোখে চোখ পড়বে আমাদের;
পলক ফেলিস না যেন.....। 
সৌরদীপ তরফদার
বাড়িঃ  কল্যাণী
জেলা ঃ নদীয়া
রাজ্য ঃ পশ্চিমবঙ্গ
দেশ ঃ ভারত

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.