ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান!
নজরবন্দি ব্যুরো: কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতের ইতিহাসে এর আগে এত-বড় জঙ্গি হামলা ঘটেনি। মর্মান্তিক এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ।
বিশ্বের সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এর ফলে ক্রমশ চাপ বাড়ছে প্রতিবেশী দেশ পাকিস্তানের উপর। এরই মধ্যে বদলা নেওয়ার জন্যে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি রণ সাজে সাজাচ্ছে পাকিস্তান।
সীমান্ত এলাকায় প্রায় ৬০০ ট্যাংক মোতায়েন করেছে তারা। শুধু তাই নয়, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত উচ্চপদস্থ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে বলে ওই পত্রিকা থেকে জানা গিয়েছে।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি রণ সাজে সাজাচ্ছে পাকিস্তান।
সীমান্ত এলাকায় প্রায় ৬০০ ট্যাংক মোতায়েন করেছে তারা। শুধু তাই নয়, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত উচ্চপদস্থ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে বলে ওই পত্রিকা থেকে জানা গিয়েছে।

No comments