Header Ads

যুদ্ধ চাই না, সুর নরম পাকিস্তানের!

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ-এর শহিদ হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। বদলা নিতে সীমান্ত পেরিয়েছে ভারতীয় বায়ু-সেনা। বালাকোট, মুজাফারবাদ সহ একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ু-সেনা। প্রায় ৩০০-রও বেশি জঙ্গিকে খতম করা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
ভারতীয় বায়ু-সেনার পাল্টা মারে রীতিমত কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। ভারতীয় বিমান হানায় মৃত একাধিক জঙ্গি নেতা। কিন্তু এরপরেও বুধবার রাত থেকে লাগাতার এলওসি'তে গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। যার পাল্টা জবাব হিসাবে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
এই রকম পরিস্থিতিতে সুর নরম করল পাকিস্তান। আলোচনার বার্তা ভারতকে।
পাকিস্তান সেনার মুখপত্র জানান, আমরা ভারতে সঙ্গে যুদ্ধ চাই না। যুদ্ধ কোনও সমাধান হতে পারে না। মন্তব্য পাকসেনার মুখপত্র আসিফ গফুরের। একই সঙ্গে উত্তেজনা কমানোর জন্যে পাকিস্তানের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে এক সূত্রের দাবি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.