Header Ads

পাক শিল্পীদের বাদ দিতে হবে! না হলে ব্যবস্থা নেবার হুমকি।

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এর পরিপ্রেক্ষিতে এবার হুমকির মুখে বলিউডে কর্মরত পাক শিল্পীরা। মুম্বাইয়ের বেশ কয়েকটি গানের রেকর্ড কোম্পানিতে গিয়ে সরাসরি হুমকি দিল মহারাষ্ট্র নব-নির্মাণ সেনা।
তাদের দাবি বাদ দিতে হবে পাকিস্তানি শিল্পীদের। শনিবার এমএনএস এর চলচ্চিত্র শাখার প্রধান অময় খোপকর জানিয়েছেন, সোনি, টি সিরিজ, ভেনাস, টিপস-এর মতো কিছু মিউজিক কোম্পানির সঙ্গে এই নিয়ে আমরা আলোচনা করেছি। এদের উচিত এখুনি পাক শিল্পীদের নিয়ে কাজ বন্ধ করে দেওয়া। আর সেটা না হলে, আমরা আমাদের স্টাইলে ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.