Header Ads

সারদার প্রতারকদের সামনে আনার জন্যে যে কোন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে রাজি মুকুল রায়।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশ বনাম সিবিআই কাণ্ডে এবার মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি কলকাতা পুলিশ বনাম সিবিআই যুদ্ধ কে যুক্তরাষ্ট্রীয় কাঠানোর জন্য ক্ষতিকর বলে ব্যাখ্যা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে রাজীব কুমারের একসাথে বসা উচিত হয়নি বলে মুকুল রায় বলেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। রাজ্যে গণতন্ত্রিক ব্যবস্থা বজায় থাকবে কি না সেটাই প্রশ্ন। রাজ্যে বিরোধীদের কোনও জায়গা নেই।" পাশাপাশি তৃণমূলের কিছু নেতা মুকুল রায়ের সারদা মামলায় 'ছাড় পাওয়া' নিয়ে ব্যাখ্যা করেছেন তাঁর বিজেপি যোগদানের ফলেই তাঁকে গ্রেফতার করা হয়নি। এদিন এই বিষয়েও মুখ খোলেন তিনি, তাঁর কথায়  "আমার নাম FIR-এ ছিল না। আমি একজন সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম। অভিযুক্ত হিসেবে নয়।" বিজেপি যোগ নিয়ে তাঁর ব্যাখ্যা, "সারদা প্রতারণা প্রকাশ্যে আসার দেড় বছর পরও আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম। আমি কোনও প্রশ্ন থেকে ভীত নই এবং যখনই প্রয়োজন হয়েছে তখন সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করেছি। যদি প্রয়োজনে একশোবার যেতে হয়, আমি যাব। সারদার প্রতারকদের সামনে আনতে সিবিআই বা অন্য কোনও সংস্থাকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.